ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার গাবতলী বাজার এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গার্মেন্ট কাপড় ব্যবসায়ী নিহত ও ৫ জন আহত হয়েছেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম মজিবুর রহমান(৪৫)। তার বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মাটিকাটা গ্রামে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, শনিবার দুপুরে টাঙ্গাইলগামী একটি প্রান্তিক বাসের সাথে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটানার সৃষ্টি হয়। এতে বাসটি রাস্তার পাশে ক্ষেতে নেমে পড়লেও অল্পের জন্য যাত্রীরা রক্ষা পায়। কিন্তু অটোরিক্শাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ কমপক্ষে ৫ যাত্রী আহত হয়। আহতদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মজিবুর রহমানের মৃত্যু হয়। আহত ৫ জনের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন ১৬/ সালাহ উদ্দীন