গোপালগঞ্জের সোনাশুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।
প্রাথমিকভাবে নিহত হেলপারের পরিচয় জানা যায়নি। আহত সবাই গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, বাংলা বিভাগের শিক্ষক শাহ আলম, অর্থনীতি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষার্থী নিউটন, হেলাল ও সুমন। বাকি ৩ জনের নাম জানা যায়নি।
ওসি মো. সেলিম রেজা জানান, শিক্ষক ও শিক্ষার্থী বহনকারী বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জে ফিরছিলো। পথিমধ্যে সদর উপজেলার সোনাশুর এলাকায় সিগন্যাল লাইটবিহীন দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে বাসটি। এ সময় ট্রাক মেরামতরত অবস্থায় ট্রাক হেলপার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
বিডি-প্রতিদিন/২৬ জনু, ২০১৬/মাহবুব