মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ইউপি সদস্য শওকত মাতুব্বর (৬০) মারা গেছেন। আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে শওকত মাতুব্বরের মৃত্যুর সংবাদে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর থানার পক্ষ থেকে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে গত ১৬ এপ্রিল আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যপক সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয় এবং আহত হয় কমপক্ষে ১০ জন। এসময় অর্ধশতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
এই দিন সংঘর্ষে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য শওকত মাতুব্বর গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা হলে তাকে একটি মামলায় গ্রেফতার করে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শওকত মাতুব্বর রবিবার ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে মারা যায়।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শওকত মাতুব্বরের স্ত্রী এলিজা বেগম বাদী হয়ে গত ১৭ এপ্রিল ৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ ইউপি সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত রবিবার দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।
উল্লেখ্য নির্বাচনী সহিংসতায় মোস্তফাপুর ইউনিয়নে দুজনসহ মাদারীপুর জেলায় মোট ৫ জন নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৬/হিমেল-১৮