বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত যুবলীগ কর্মী হাফিজ সরদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান মহাসিন আলী ওই মামলায় জামিন আবেদন করলে আদালতের বিচারক আসিফ আকবর তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ জুন নির্বাচন পরবর্তী সহিংসতায় নলধা-মৌভোগ ইউনিয়নের আরুয়াডাঙ্গা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজ সরদার (২৫) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
এ ঘটনায় হাফিজের পিতা আতিয়ার সরদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে প্রধান আসামী করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৬/হিমেল-২১