ভারত থেকে আমদানি করা ২০টি রেল বগি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছেছে। রবিবার সকাল ১০টায় এগুলো বাংলাদেশে প্রবেশ করে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মীর লিয়াকত হোসেন জানান, ভারত থেকে আমদানি করা যাত্রীবাহি ১২০টি রেল বগির মধ্যে তৃতীয় দফায় ২০টি বগি এসেছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় পাকশী বিএমই কর্মকর্তা মো. হাসানুজ্জামান ভারতের রেলওয়ে কর্মকর্তা শ্রী অশোক দত্তের কাছ থেকে এগুলো বুঝে নেন।
পরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেলা ২টায় বগিগুলো সৈয়দপুরের উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৬/হিমেল-২৩