কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া সীমান্তে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল শনিবার রাতে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপির বিজিবির বিশেষ টহলদল গোপন সংবাদে হ্নীলা নাফনদীর জাদিমুরা এলাকায় অভিযানে যায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ