ফরিদপুর জেলা কারাগারের কয়েদী শওকত মাতুব্বর (৫০) নামের এক ব্যক্তি রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শওকত মাতুব্বরের বাড়ী মাদারীপুর জেলার চাপাতলি এলাকায়। তার পিতার নাম মৃত হাজী আবুল কাসেম। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত মাতুব্বরের মৃত্যু হয়।
জানা গেছে, সম্প্রতি মাদারীপুরের একটি মামলায় শওকত মাতুব্বরকে (হাজতি নং-১১৫৬/১৬) মাদারীপুর কারাগার থেকে গত ২৫ এপ্রিল ফরিদপুর কারাগারে পাঠানো হয়। হঠাৎ করে শনিবার রাতে শওকত মাতুব্বর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোরে তিনি মারা যান।
ফরিদপুর জেল সুপার আবুল কালাম আজাদ কয়েদী শওকত মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ জুন, ২০১৬/ আফরোজ