সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্রের প্রধান শর্ত ভোটাধিকার প্রয়োগ- আওয়ামী লীগ সে অধিকার হরণ করেছে। বিনাভোটে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। ক্ষমতায় থেকে উপজেলা, পৌর ও ইউপি নির্বাচনে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে আস্তাকুড়ে ফেলেছে। রবিবার সন্ধ্যায় সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত্বরে ফুড ভিলেজে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, বর্তমান সরকার বিএনপিকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। জঙ্গি দমনের নামে বিরোধী নেতাকর্মীদের হয়রাণি করছে।
তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে 'অগণতান্ত্রিক' সরকারের কবল থেকে রক্ষা করতে একযোগে কাজ করার আহবান জানান।
ইফতার মাহফিলে জেলা বিএনপি'র সাধারন সম্পাদক অ্যাড. মোকাদ্দেস আলী, সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর থানা বিএনপি সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস, শহর বিএনপির সম্পাদক নাজমুল হোসেন তালুকদার রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু ও ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশসহ জেলার প্রতিটি থানার বিএনপি ও সহযোগী সকল ইউনিটের সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ