নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের সেলিম ব্যাপারীর বাড়ির রাস্তার পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।
সুধারাম থানার এস আই ইমতিয়াজ উদ্দিন জানান, সকালে পূর্ব এওজবালিয়া গ্রামের সেলিম ব্যাপারীর বাড়ির রাস্তার পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী থানাকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কে বা কারা যুবককে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে চলে যায়।
বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৬/ আফরোজ