পঞ্চগড়ে ট্রাকের নিচে চাপা পড়ে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের সচিব মো. কাবুল হোসেন (৩৯) নিহত হয়েছেন। কাবুল হোসেন জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের মৃত আফিজুল ইসলামের ছেলে। গতকাল রাত সাড়ে ৯টায় চাকলাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল ট্রাক থেকে আনলোড করার জন্য ট্রাকটি পার্কিং করছিলো। এ সময় ট্রাক পেছনের দিকে আসায় ট্রাকটির পেছনে থাকা কাবুল গাছের সঙ্গে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সচিব মো. কাবুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে জানান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহাজাদা মিয়া।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৬/শরীফ