জাতীয় বেতন স্কেলে শতভাগ বেতন ভাতা পাওয়ার দাবিতে আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ট্রেনিং সেন্টার এলাকায় মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির চৌদ্দগ্রাম জোনাল অফিসের জিএম মৃদুল কান্তি চাকমা, এজিএম আবু জাফর, দীপন চৌধুরী, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলিয়াছ পাটোয়ারী, আনোয়ারুল হক, শাহিনুর রহমান, ওয়ারিং পরিদর্শক আবদুস সালাম, বিলিং সহকারী আকলিমা আফরোজ, এলএম সৈয়দ মাজহারুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পল্লী বিদ্যুতের নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরইবি জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতা নিলেও অধীনস্থ পল্লী বিদ্যুত্ সমিতিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে। আগামী ৩০ জুনের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ১ জুলাই থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুশিয়ারি করেন তারা।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৬/শরীফ