চুয়াডাঙ্গার দর্শনার বিপরীতে ভারতের গেদে বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী ভিপিএস ইয়াদব।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, পতাকা বৈঠকে মাদক পাচার বন্ধ করা, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
পতাকা বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. তাজুল ইসলাম, ৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. জসিমউদ্দিন এবং ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার শ্রী সতিষ চন্দ্র ও শ্রী সারওয়ান দাস।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৬/হিমেল-০৭