পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে দিকে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার ১২ টি ইউনিয়নের ১২ জন দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে কলাপাড়া নারী উন্নয়ন ফোরামের সিনিয়ার সহ-সভাপতি ও ইউপি সদস্য মোসা. লাইলী বেগম সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নারী উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাহাবুবা বেগম মালা, নারী উন্নয়ন ফোরামের নেত্রী ও মহিলা ইউপি সদস্য সানজিদা খাতুন প্রমুখ। এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৬/হিমেল-০৯