বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচসের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ আগস্ট পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ জুলাই মনোনয়নপত্র দাখিল, ১৪ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ২৩ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলা পৌরসভা প্রতিষ্ঠিত হলেও সীমানা জটিলতায় ১৫ বছর পর এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌরসভায় প্রায় ২৬ হাজার বাসিন্দা দীর্ঘদিন ধরে ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল।
বিডি-প্রতিদিন/ ২৭ জুন ১৬/ সালাহ উদ্দীন