ফরিদপুর সদর উপজেলার বিলমাহমুদপুর গ্রামে সৎছেলের হাতে খুন হয়েছে মা বিউটি বেগম।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল চারটার দিকে। এ ঘটনার পর পালিয়ে যায় ঘাতক পুত্র রাহিম। পুলিশ বিউটি বেগমের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিলমাহমুদপুর এলাকার কৃষক শেখ আকবর দুটি বিয়ে করেন। সম্প্রতি ছোট বউ বিউটি বেগমের সাথে বড় বউয়ের ছেলে রাহিমের ঝগড়া হয়। এরই সূত্র ধরে শনিবার বিকেল চারটার দিকে রাহিম কাঠের লাঠি দিয়ে বিউটি বেগকে বেদম ভাবে পিটিয়ে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে এলে রাহিম তার সৎ মাকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিউটি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিউটি বেগমের লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন আহমেদ জানান, লাশের গায়ে অসংখ্য আঘাতের চিন্থ রয়েছে। কাঠের লাঠি দিয়ে পেটানোর কারণেই বিউটি বেগম মারা গেছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন