অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুরের বহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করেছে।
শনিবার সন্ধ্যা থেকে যমুনার বাহাদুরঘাট পয়েন্টে ১৯ দশমিক ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে, পানি বৃদ্ধির ফলে জামালপুরের ইসলামপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, যমুনার পানি বিপদসীমা অতিক্রম করায় ইসলামপুর উপজেলার পাথর্শী, নোয়ারপাড়া, কুলকান্দি, সাপধরি, চিনাডুলি ও বেলগাছা ইউনিয়নের নিম্নাঞ্চলের ২০টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
চিনাডুলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জানান, যমুনার প্রবল স্রোতের কারণে ভাঙনের হুমকির মুখে পড়েছে চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়া থেকে শিংভাঙ্গা পর্যন্ত এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন