চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাব্বির আলী (২৬) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। পেশায় সাইকেল মেকার সাব্বির আলী হচ্ছেন শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত রাশেদুল ইসলামের ছেলে। শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তারে আগুন ধরে যাওয়ার এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ