মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে বাবাকে হত্যার অভিযোগে দুই ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে শিমুলিয়া গ্রামের নিজ বাড়িতে আফাজ উদ্দিনকে (৭০) মারধর করে হত্যা করা হয় বলে জানান সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার।
আটক তিনজন হলেন আফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৪৮) এবং আরেক ছেলে অলিউর রহমান (৪৪) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫)।
ওসি হাবিবুল্লাহ বলেন, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে আফাজ উদ্দিনের সঙ্গে দুই ছেলের বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এরই জের ধরে শনিবার রাত ৯টার দিকে আফাজ উদ্দিন ও অলিউর বাবাকে বেধম কিলঘুষি ও লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, রাতেই ওই বাড়ি থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৬/মাহবুব