দেশি-বিদেশি নিরীহ মানুষ হত্যাসহ দেশব্যাপী গুম, খুন ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহবানে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকার দিনাজপুর জেলা কমিটি শহরে মানববন্ধন পালন করেছে। আজ বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে এ মানববন্ধন পালিত হয়।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকার দিনাজপুর জেলা কমিটির আহবায়ক ও বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানুর সভাপতিত্বে এবং সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকার দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব ও আমাদের থিয়েটার’র সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গববন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য রবিউল আউয়াল খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, পল্লীশ্রীর প্রোগ্রাম ফেসিলিটেটোর অ্যান্ড মনিটরিং রওনক আরা হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ