কিশোরগঞ্জের চরশোলাকিয়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় দুই আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দীন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল হাইয়ের ছেলে তরিকুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) ও কিশোরগঞ্জ সদরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক তানিম (২৪)।
গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের চরশোলাকিয়া এলাকায় পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আনছারুল হক ও জহিরুল ইসলাম নামে ২ পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। আহত হন ১২ পুলিশ সদস্য।
বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ