বগুড়ার কাহালু উপজেলার ট্রেনের ধাক্কায় জাহিদুর রহমান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বাখরা রেলগেটে সান্তাহারগামী ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। নিহত জাহিদুর রহমান উপজেলার মুরইল এলাকার সোলেমান আলীর ছেলে।
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন জানান, ঘটনার দিন জাহিদুর স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। বাখরা রেলগেটে স্ত্রী-সন্তানকে নেমে দিয়ে মোটরসাইকেল নিয়ে রেল লাইন পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ১০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন