মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ধলেশ্বরী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাত-ফুফাত বোন।
উপজেলার মোল্লাকান্দি গ্রামে রবিবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার আবু বকরের মেয়ে বিথি (১৬) ও একই এলাকার মো. আলমের মেয়ে আয়েশা (১৩)।
স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে মোল্লাকান্দি গ্রামে ইদ্রিস মোল্লার বাড়িতে বেড়াতে আসে বিথি ও আয়েশা। বিকেল ৩টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তারা দুই জনই ডুবে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজদীখান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দুলাল আহমেদ জানান, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যায়।
বিডি-প্রতিদিন/ ১০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন