সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেছেন, বাংলাদেশে কর্মরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার দুপুরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের চলমান অবস্থার কারণে উন্নয়নের সব প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, পদ্মাসেতুর ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে ১৮ টি পাইলিং সমাপ্ত হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ ৮টি নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজিবাইক, হেলমেট ছাড়া চালিত বাইক আরোহীদের ২২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিআরটি’র উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেল এএসপি সার্কেল সামসুজ্জামান বাবু।
বিডি-প্রতিদিন/ ১০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন