গোপালগঞ্জে বাসের ধাক্কায় সাবিনা ইয়াসমিন সুমি(২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
সাবিনা ইয়াসমিন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের মো. হাবিবুর মিয়ার মেয়ে।
রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কারারগাতি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা তার প্রেমিক তুহিনের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মেয়েটি রাস্তার দিকে দৌড় দিলে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, পুলিশ কনস্টেবল তুহিনের সঙ্গে নিহত মেয়েটির সম্পর্ক ছিল বলে তিনি শুনেছেন। মেয়েটির বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন