চট্টগ্রামের মিরসরাইয়ে ফাতেমা আক্তার আমেনা (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার পাঁচ নম্বর জামালপুর ওয়ার্ডের মুন্সি মিয়া প্রকাশ জমিদারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি জানিয়েছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সেকান্দার মোল্লা।
তিনি জানান, এ ঘটনায় নিহতের স্বামী শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ১০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন