কক্সবাজারের টেকনাফ সাগরে নিখোঁজ হাফেজ মুহাম্মদ আরিফের লাশ উদ্ধার করেছে তার পরিবার।
রবিবার সন্ধ্যার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়া সৈকত এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তবে দীর্ঘ ২৫ ঘন্টা পর এ লাশের সন্ধান মিলেছে। নিখোঁজ আরিফ টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার চাউল ব্যবসায়ী আবদুল করিমের ছেলে বলে জানায়।
এদিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আবদুল মজিদ।
উল্লেখ্য যে, গত শনিবার বিকালে একদল যুবক টেকনাফ মহেশখালিয়া পাড়া সৈকতে ফুটবল খেলার একপর্যায়ে গোসলে নামে। এ সময় পানির স্রোতে দূরে চলে গেলে সবাই ফিরতে পারলেও তিনজন বিপদে পড়ে। তারমধ্যে ২ জন উদ্ধার হলেও আরিফ নিখোঁজ থাকে। এর পর থেকে আরিফের সন্ধানে আত্মীয়-স্বজন সৈকত উপকূলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
বিডি-প্রতিদিন/ ১০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন