জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারকান্দিতে সড়কের পাশ থেকে সেলিম বাদশা (৩০) নামে এক মাইক্রোবাস চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে মাইক্রোবাসের মধ্য থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
নিহত সেলিম বাদশা উপজেলার ডুগডুগি গ্রামের সাদা মিয়ার ছেলে।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সোমবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার বারকান্দি রাস্তার ধারে স্থানীয়রা একটি মাইক্রোবাসের ভিতরে চালকের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৬/মাহবুব