বগুড়ার গাবতলীতে লাঠির আঘাতে রুবি বেগম (২৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় গাবতলী উপজেলার গোয়ালপাড়ায় স্বামী ফুল মিয়ার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মাথায় লাঠির আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় স্বামী ফুল মিয়াকে পুলিশ আটক করেছে।
বগুড়ার গাবতলী থানার এসআই লাল মিয়া জানান, সকালে ঝগড়ার এক পর্যায়ে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী রুবি নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামী ফুল মিয়াকে আটক করে থানায় নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৬/শরীফ