বগুড়ায় আলেম ও ওলামাদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়ছে। বগুড়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ সোমবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন' বিষয়ক এক র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে।
আলোচনা সভায় মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন। সভায় বলা হয়, ইসলামে বিশৃঙ্খলা বা জঙ্গিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কিছু সন্ত্রাসী কৌশলে ইসলামের নাম ভেঙ্গে জঙ্গি কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। এটি দেশের জন্য সুসংবাদ নয়। আমাদের শিক্ষিত তরুণ সমাজকে সন্ত্রাসীরা কৌশলে ব্যবহার করে জঙ্গি তৈরী করছে। তাদেরকে ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে নানা অপকর্মে নামিয়ে দিচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার অধ্যক্ষরা।
এর আগে একটি র্যালি বের হয় যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৬/শরীফ