বৈরি আবহাওয়ার কারণে জেলার ফুলবাড়ীতে ডায়রিয়া ও ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখা যায়, ৩১ শয্যার স্বাস্থ্য কেন্দ্রে রোগী ভর্তি ৮০ জন। বেডে জায়গা না পেয়ে আশ্রয় নিয়েছে হাসপাতালের মেঝেতে। আবার অনেকে ব্যবস্থা পত্র নিয়ে রোগীকে বাড়িতে ফিরতে দেখা গেছে।
স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আরিফ হোসেন সাংবাদিকদের জানায়, ঈদের দিন থেকে সোমবার পর্যন্ত শতাধিক রোগী চিকিৎসা নিতে এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরল ইসলাম সাংবাদিকদের বলেন, অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ ও বৈরি আবহাওয়ার কারণে ডায়রিয়া ও ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন