কুমিল্লার চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুজ্জামান জুয়েল নামের এক যুবককে আটক ও ১শ' বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে জুয়েলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটককৃত জুয়েল (২৯) জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা গ্রামের ডা. সানা উল্যাহর পুত্র।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন মিয়া পায়েরখোলা গ্রামে রোববার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জুয়েলকে আটক করে। এর আগে চৌদ্দগ্রাম বিজিবির সদস্যরা আটগ্রাম এলাকা থেকে ১শ' বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৬/ আফরোজ