নোয়াখালীর কোম্পানীগঞ্জে নুর নবী ওরফে মানিক (২২) নামের এক শিবির ক্যাডারকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে তাকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার কলেজ গেইট এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বসুরহাট পৌরসভার সরকারী মুজিব কলেজ গেইটে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সুমন বড়ুয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য কিছু শিবির ক্যাডার সংগঠিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নূর নবী উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামছল হকের পুত্র। তিনি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের শিক্ষক বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ ফজলে রাব্বি নূরনবীর আটকের বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, তার কাছে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এখন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৬/ আফরোজ