ময়মনসিংহ নগরীর হকার্স মার্কেটের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৬০) অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন অপহরণকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বিকেল সাড়ে ৫টায় মুক্তাগাছা উপজেলার চানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. সেলিম (৩৩), মো. রুবেল (২২) ও আইনাল হক (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গত ৬ জুলাই ব্যবসায়ী আনোয়ারকে অপহরণ করে মুক্তাগাছার রসুলপুরের জঙ্গলে আটকে রাখা হয়।
পরে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এক পর্যায়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পান তিনি।
এ ঘটনায় ওই দিনই ব্যবসায়ী আনোয়ার কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন