ময়মনসিংহের ত্রিশালে ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস বানার নদীতে পড়ে হাফিজ উদ্দিন(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৭ জন।
সোমবার রাত ১১টা ২৫ মিনিটে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী বাসটি নদীতে পড়ে যায়।
ত্রিশাল ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয় লোকজন রাত ২টার দিকে বাসটি টেনে তীরে তোলে। আহত ৩৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের করণিক চাঁন মিয়া ৩৭ জনকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে হাফিজ উদ্দিন (২৫) নামে এ যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন