সাতক্ষীরা সদর উপজেলার বেনেরপোতা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলনের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বেনেরপোতার ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিলনকে পিটিয়ে হত্যা করে তার দেহ রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিলনের বাড়ি রাজশাহী জেলায়। দীর্ঘদিন থেকে তিনি জেলার বেনেরপোতায় ভাড়া বাড়িতে থাকতেন। এ এলাকার ভোটারও তিনি বলে জানায় পুলিশ।
বাড়ির মালিক রজব আলির দাবি, সোমবার স্থানীয় যুবক জিয়াউর রহমান, আবদুল মান্নান ও মিজানুর রহমান তিনজন মিলে মিলনকে ধরে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহনেওয়াজ ও অ্যাডভোকেট তামিম মিলনকে থানা থেকে মুক্ত করে আনেন। বিনা কারণে মারপিট ও পুলিশে সোপর্দ করার অপমানে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মিলনের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সাতক্ষীরা থানার এসআই হিমেল হোসেন জানান, তার দেহের কয়েক স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ