সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলীমকে গ্রেফাতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের মিলবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ।
তিনি বলেন, নাশকতার অভিযোগে আবদুল আলিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। আটকের পর তাকে সদর থানায় আনা হয়েছে।
ওসি আরও জানান, একটি মামলায় আব্দুল আলিমকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ।
আবদুল আলিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পর পর পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান। এবারও তিনি একই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৬/মাহবুব