রাজধানী ঢাকায় গুলশান ট্রাজেডিতে নিহতদের স্মরণে নীলফামারীতে শোক র্যালি করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের নেতৃত্বে শোক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর বাজারস্থ দলীয় কার্যালয় চত্তরে ফিরে শোক সভায় মিলিত হয়।
শোক সভায় জেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল আলম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রবীর গুহ রিন্টু ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কালো পতাকা বহন এবং কালো ব্যাচ ধারণ করে শোক মিছিলে অংশগ্রহণ করেন নেতা কর্মীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ