খাগড়াছড়ি জেলার পানছড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে(১৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক ছাত্রলীগ নেতা তোফাজ্জল ৫নং উল্টাছড়ি ইউপির উল্টাছড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। সে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের আপন ছোট ভাই।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, উপজেলার মোহাম্মদপুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তোলে তোফাজ্জল। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তোফাজ্জল গোপনে প্রেমিকার ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর বড় ভাই টের পেয়ে তোফাজ্জলকে আটক করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশকে জানালে পানছড়ি থানার অফিসার ইনচার্জ তাকে থানায় নিয়ে আসে।
খাগড়াছড়ি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মেয়ের বাবা কবির টেইলার বাদী হয়ে তোফাজ্জলকে আসামি করে পানছড়ি থানায় শিশু ও নারী নির্যাতনের মামলা দায়ের করেছেন।
পানছড়ি থানার অফিসার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে কোর্টে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ