ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাণীশংকৈল উপজেলার কলেজ গেটের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণ থেকে বাদ দেয়া হয়েছে। প্রায় সাড়ে ৪ হাজার ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠানে লোখাপড়া করলেও কলেজটি কেন জাতীয়করণ করা হচ্ছেনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এসময় বক্তারা সরকারকে অবিলম্বে কলেজটির প্রতি শুভ দৃষ্টি রেখে জাতীয়করণ করার অনুরোধ জানান।
মানববন্ধনে কলেজের শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে একটি মৌন মিছিল নিয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করেন তারা।
বিডি প্রতিদিন/১২ জুলাই ২০১৬/হিমেল-০১