সিদ্ধিরগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে ৪ পিস ইয়াবাসহ আটককৃত ২ যুবককে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: থানার ধনকুন্ডা এলাকার আবাদুস সামাদের ছেলে মো. আলাউদ্দিন ও চাদপুর জেলার মতলব ছেঙ্গারচর এলাকার মাথাভাঙ্গা গ্রামের আবুল কালামের ছেলে সজিব (৩২)।
এর আগে সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ইয়াবাসহ গোদনাইল ধনকুণ্ডা এলাকা থেকে তাদেরকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (সিদ্ধিরগঞ্জ) শিলু রায় আটকদের ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মু শরাফত উল্ল্যা জানান, এর আগেও একই অপরাধে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালত ২০ দিন করে কারাদণ্ড দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৬/ আফরোজ