মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত এই যুবক বিকেলে লাউয়াছড়া এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/১২ জুলাই ২০১৬/হিমেল-১৬