মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক দিনেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে একই এলাকার চার শিক্ষার্থী। নিখোঁজের একদিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন খোঁজ না পাওয়ায় পরিবারগুলোতে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
কুলাউড়া পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিস চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২) সোমবার (১১ জুলাই) দুপুরে পরীক্ষা দিতে বাড়ী থেকে স্কুলে আসার পথে নিখোঁজ হন।
এদিকে ওই দিন বিকালে পৌর শহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ী থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাদের সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় জিডি করেছে নিখোঁজের পরিবারগুলো।
কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনও রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/১২ জুলাই ২০১৬/হিমেল-১৮