মুন্সীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষে আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। কর্মশালায় ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করেন সিভিল সার্জন ডা. মো. শহীদুল ইসলাম, ডা. আবুল বাসার।
কর্মশালায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, তথ্য, প্রচার ও কল্যাণ সম্পাদক মো. জুয়েল রানা প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৬/ আফরোজ