ঢাকার গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এক শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাইজদী জজকোর্টের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষণি শেষে মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বেগমগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট আ. রহিম, অ্যাডভোকেট আ. রহমান, মাহাবুব আলমগীর আলো, শাহজাফর উল্লাহ রাসেল, সলিম উল্লা বাহার হিরণ, ভিপি জসিম, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খাঁন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৬/ আফরোজ