ঢাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের রৌমারীতে সাহেজ উদ্দিন (৩৫) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা এক দুর্বৃত্তকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা শহরের ভোলামোড় এলাকার সিমাত গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাহেজ উদ্দিনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ সময় দুর্বৃত্তদের মধ্যে মাইদুল ইসলাম (২৮) নামে একজনকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আটক মাইদুল ইসলাম উপজেলার বন্দবের ইউনিয়নের পর্দারচর গ্রামের বক্ত জামানের ছেলে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৬/মাহবুব