মাগুরার ছয়চার নামক স্থানে মাইক্রোবাস উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
বুধবার সকালে মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস বুধবার সকালে মাগুরার ছয়চার নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত এবং অন্তত ৫ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের যশোর হাসপাতালে নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৬/মাহবুব