খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে মানিকছড়ির তিন টহরী আনছার হেডকোয়ার্টার সংলগ্ন ডলু এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মানিকছড়ি উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত করামকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-০৩