গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় পারিবারিক বিরোধের জেরে আছমা বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনার পর পলাতক রয়েছে ঘাতক স্বামী আতাউল্লাহ।
নিহত আছমা বেগম লক্ষ্মীপুর জেলার বিজয় নগর গ্রামের ফয়েজ আহম্মেদের মেয়ে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ পৌর এলাকায় সরকারি হাসপাতালের পাশে স্থানীয় খোরশেদ আলীর বাড়ির ভাড়াটিয়া আতাউল্লাহর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী আছমা বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে আছমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় আতাউল্লাহ। রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-০৯