ধামরাইয়ের বংশী নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে বংশী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত রির্পোট হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-১৩