বাগেরহাটের মোরেলগঞ্জ জামায়াতে ইসলামীর উপজেলা অফিস বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আলিমকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ৩টায় তাকে পশ্চিম সরালীয়া গ্রাম থেকে আটক করা হয়। জামায়াতের রোকন সদস্য মাওলানা আব্দুল আলিম (৪৫) সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ।
থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস জানান, মাওলানা আলিমসহ কয়েকজন জামায়াত কর্মী নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের এই নেতাকে আটক করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি (তদন্ত) জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ